Saturday, August 21, 2010

ইনস্ট্যান্ট নুডলস

[There's something quite comfortable about writing in blogspot, if you have the experience of writing in other Bangla blog sites.]
 ....................................

ব্লগস্পটে পোস্ট করার জন্য বাংলা ব্লগে টাইপ করছি। অভ্রর টাইপিংটা আমার ভালো লাগে না। কি যে এক বিপদ, বিজয়ের সিস্টেমটার সাথে আমাদের হাতে লেখার অভ্যাসটার সাযুজ্য আছে। এ-কারটা আগে দিয়ে পরে বর্ণটা দিতে হবে। কিন্তু অভ্রতে 'কার'টা পরে দিতে হয়। এই সমস্যাটা ভালো না। কিছু একটা সমাধান দরকার এটার। আমাদের কী-বোর্ড লে আউট জিনিয়াসরা অভ্র আর বিজয়কে একীভূত করতে পারেন না? করলে ভালো হত।
আসলে কিছু লেখার নাই। আমার একটা ব্লগে একজন নেগেটিভ রেটিং দিয়েছে। বেচারা আমার উপর রাগ করেছে, যদিও বিশেষ কারণ নাই রাগ করার। এধরণের রেটিংকে বলা যেতে পারে 'রেগেটিভ' রেটিং।
রাগ করে রেগেটিভ।
রেটিং সিস্টেমের একটু আধুনিকায়ন করা দরকার আসলে। বাংলা ফোরামগুলোতে অনেক কামড়া কামড়ি থাকে। দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারে না বলে শুধু শুধুই তার লেখার রেটিং কমিয়ে দেয়। এদের জন্য সিস্টেম হল হয় ফেসবুকের মত, শুধু 'আই লাইট ইট' আই ডু নট লাইক ইট বলে কিছু থাকবে না। অথবা এরকম থাকবে যে তোমাকে দেখতে পারি না বলে "থাম্বস ডাউন" অথবা তোমার সারাজীবনের সব ব্লগে একবারে 'চিরন্তন মাইনাস'। অবশ্য বাঙালি চিরন্তন মাইনাস দিয়ে থামবে না। যার লেখার কোনকিছুই ভাল লাগবে না জানে, তার ব্লগেই গিয়ে গিয়ে মাইনাস দেবে। একই কাজ ফিরে ফিরে করা বাংলাদেশীদের জাতিগত স্বভাব। তারা বেল তলায় যায়, মাথা ফাটায়; আবার চুল গজায়, মাথা সারে,তারপর আবার নাপিতের কাছে গিয়ে চুল কাটিয়ে এসে আবার বেল তলায় দাঁড়ায়। এটা জাতিগত স্বভাব।
কী আজব!
আসলে লেখার তেমন কিছু নেই। এমনি একটু লেখার চেষ্টা। মাঝে মাঝে মনে হয়, এই যে এত ব্লগ লেখা। হাজার হাজার মানুষ ব্লগ লেখে। ব্লগ থেকে কখনো কি উৎকৃষ্ট সাহিত্য বের হয়?
মনে হয় না। উৎকৃষ্টর দিন শেষ। এখন হল মোবাইল যুগ (হাসিনার ভাষায় ডিজিটাল)। এখন সবকিছু হবে ইনস্ট্যান্ট নুডলসের মতন, আধা রেডি অবস্থায় কিনতে পাওয়া যাবে। পানি গরম করে ছেড়ে দিলেই হবে।

বৃষ্টি হচ্ছে ঝির ঝির করে। অথচ হাওয়া ঠান্ডা হয়নি। আমাদের বাসায় হাওয়া সহজে ঠান্ডা হয় না।
একটু ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। কিন্তু হবে না। যা আঁকতে চাই তা আঁকতে পারি না। অত সুন্দর হয় না।
ওয়াটার কালারে ছবি আঁকতে মন চায় ইদানিং। কারণটা সম্ভবত এই যে পেন্সিল কালার কিনে এনেছি, সেই এক্সকিউজটা আর নেই যে 'আমার পেন্সিল রং নেই'। এজন্য এখন ওয়াটার  কালারে আঁকার ইচ্ছা হচ্ছে। ওয়াটার কালার কিনলে হয়ত ক্রেয়ন ইউজ করতে মন চাইবে অথবা অয়েল পেইন্টিং করার সাধ জাগবে।
আমার মনের ইচ্ছাগুলোও দেখি পিছলা টাইপের হয়ে গেছে। একটা পেলে আরেকটা পেতে মন চায়। সেটা পেলে মনে হয় আরেকটা বেটার।
বেটারের তো শেষ নাই। বেস্ট বলেও কিছু নাই।
যাক আর কি লিখব। এটাই লিখতে চাচ্ছিলাম- ওয়াটার কালারে আঁকতে মন চাচ্ছে।

Wednesday, August 18, 2010

Time Bad-Spent!

I wanted to write in Bangla, but typing with Avro annoys me (not that I have anything against Avro, I simply don't like to add "a-kar"s and "e-kar"s after the letters instead of before them). I just tried to adjust my blogger Design to my satisfaction, but it seems there are problems that I can't possibly solve with my 'extensive techno-knowledge'! so, I sort of gave up and secretly been waiting for my younger brother to get up and help me out (let's keep it secret!). Although I successfully added gadgets on my blog (which sort of amazed me and supplied an amount of self-satisfaction which is quite hard even for me to digest!) and really admired the way it looked after the new 'page-do', I couldn't fix one problem yet. I'm not going to make this post lengthier by trying and failing to describe that problem. I guess after my enormous success with the gadget adding, it will be easy to solve that one.