[There's something quite comfortable about writing in blogspot, if you have the experience of writing in other Bangla blog sites.]
....................................
ব্লগস্পটে পোস্ট করার জন্য বাংলা ব্লগে টাইপ করছি। অভ্রর টাইপিংটা আমার ভালো লাগে না। কি যে এক বিপদ, বিজয়ের সিস্টেমটার সাথে আমাদের হাতে লেখার অভ্যাসটার সাযুজ্য আছে। এ-কারটা আগে দিয়ে পরে বর্ণটা দিতে হবে। কিন্তু অভ্রতে 'কার'টা পরে দিতে হয়। এই সমস্যাটা ভালো না। কিছু একটা সমাধান দরকার এটার। আমাদের কী-বোর্ড লে আউট জিনিয়াসরা অভ্র আর বিজয়কে একীভূত করতে পারেন না? করলে ভালো হত।
আসলে কিছু লেখার নাই। আমার একটা ব্লগে একজন নেগেটিভ রেটিং দিয়েছে। বেচারা আমার উপর রাগ করেছে, যদিও বিশেষ কারণ নাই রাগ করার। এধরণের রেটিংকে বলা যেতে পারে 'রেগেটিভ' রেটিং।
রাগ করে রেগেটিভ।
রেটিং সিস্টেমের একটু আধুনিকায়ন করা দরকার আসলে। বাংলা ফোরামগুলোতে অনেক কামড়া কামড়ি থাকে। দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারে না বলে শুধু শুধুই তার লেখার রেটিং কমিয়ে দেয়। এদের জন্য সিস্টেম হল হয় ফেসবুকের মত, শুধু 'আই লাইট ইট' আই ডু নট লাইক ইট বলে কিছু থাকবে না। অথবা এরকম থাকবে যে তোমাকে দেখতে পারি না বলে "থাম্বস ডাউন" অথবা তোমার সারাজীবনের সব ব্লগে একবারে 'চিরন্তন মাইনাস'। অবশ্য বাঙালি চিরন্তন মাইনাস দিয়ে থামবে না। যার লেখার কোনকিছুই ভাল লাগবে না জানে, তার ব্লগেই গিয়ে গিয়ে মাইনাস দেবে। একই কাজ ফিরে ফিরে করা বাংলাদেশীদের জাতিগত স্বভাব। তারা বেল তলায় যায়, মাথা ফাটায়; আবার চুল গজায়, মাথা সারে,তারপর আবার নাপিতের কাছে গিয়ে চুল কাটিয়ে এসে আবার বেল তলায় দাঁড়ায়। এটা জাতিগত স্বভাব।
কী আজব!
আসলে লেখার তেমন কিছু নেই। এমনি একটু লেখার চেষ্টা। মাঝে মাঝে মনে হয়, এই যে এত ব্লগ লেখা। হাজার হাজার মানুষ ব্লগ লেখে। ব্লগ থেকে কখনো কি উৎকৃষ্ট সাহিত্য বের হয়?
মনে হয় না। উৎকৃষ্টর দিন শেষ। এখন হল মোবাইল যুগ (হাসিনার ভাষায় ডিজিটাল)। এখন সবকিছু হবে ইনস্ট্যান্ট নুডলসের মতন, আধা রেডি অবস্থায় কিনতে পাওয়া যাবে। পানি গরম করে ছেড়ে দিলেই হবে।
বৃষ্টি হচ্ছে ঝির ঝির করে। অথচ হাওয়া ঠান্ডা হয়নি। আমাদের বাসায় হাওয়া সহজে ঠান্ডা হয় না।
একটু ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। কিন্তু হবে না। যা আঁকতে চাই তা আঁকতে পারি না। অত সুন্দর হয় না।
ওয়াটার কালারে ছবি আঁকতে মন চায় ইদানিং। কারণটা সম্ভবত এই যে পেন্সিল কালার কিনে এনেছি, সেই এক্সকিউজটা আর নেই যে 'আমার পেন্সিল রং নেই'। এজন্য এখন ওয়াটার কালারে আঁকার ইচ্ছা হচ্ছে। ওয়াটার কালার কিনলে হয়ত ক্রেয়ন ইউজ করতে মন চাইবে অথবা অয়েল পেইন্টিং করার সাধ জাগবে।
আমার মনের ইচ্ছাগুলোও দেখি পিছলা টাইপের হয়ে গেছে। একটা পেলে আরেকটা পেতে মন চায়। সেটা পেলে মনে হয় আরেকটা বেটার।
বেটারের তো শেষ নাই। বেস্ট বলেও কিছু নাই।
যাক আর কি লিখব। এটাই লিখতে চাচ্ছিলাম- ওয়াটার কালারে আঁকতে মন চাচ্ছে।
সারারাত জেগে থেকে সেহরির পরে বসে লিখেছেন দেখছি। :)
ReplyDelete:) hu... setai korlam.. habijabi lekha.
ReplyDeleteeke felo . mone ja chay ta kore felo :)
ReplyDeletehmm... rohossho balika? miss m? :)
ReplyDeletequick question - amar bloger address kothay pela?
shaon,
ReplyDeleteakbo akbo.. (ami boroi ailsha)....
lamia, oops, ami ektu rohosso rakhte cheyechhilam. :-S ber korle ki kore amar ID ta?
L, tomar blog search kore ber hoyechhilo bolei to mone porchhe, ekhon clear mone nei :-/
ReplyDeleteo accha.. okies then ekhon theke ami tomar kacche 'L' - and nothing else. ok?
ReplyDeletetomar blog je tomar blog eta ber kora khub easy lol. tomar kotha bolar style eki rokom.. amar blog e anon comment gula dekhei mone hoisilo, tarpor abar bhablam - sheta ki kore shombhob! lol. ar tomar friends list e tomar bhai ache. total giveaway. :P
tomar ekta post e switchfoot er kotha likhsila. 'Shadow proves the sunshine' shunso?
ReplyDeleteL, (L bolte valoi lagtese :P... notun notun lage)
ReplyDeletetotal giveaway?!?! :-S
kotha sotti ami obosso chestao kori nai give away na korar.. he he.. tobe anonymous comment theke IP ber korso vebe nisi ami... vablam ekta rohosso hochche... :(( but fail khailam... obosso beparz na.. lol
nah, shadow proves the sunshine? nam ta to joss... download kore sune dekhbo....... ami apatoto Justin Bieber er vokto hoisi notun kore.. pichchi kharap gay na...
amar kotha bolar dhoronta j ki bostu eita jodi bujhte partam tahole change korar ekta chesta kortam, ba hide korar, but upay koi? bujhi na kon kothata dhora khaway dey :-S
বাহ! অনেক রহস্য হয়ে গেল দেখছি!
ReplyDeleteযাক, এখন আর এত রহস্য করতে হবে না। কয়েক বছর তো এই রহস্য করেই ব্লগিং করলাম আমরা, তাই না?
এখন আর পাত্তা দেয় কে? মানুষের তো ভাই-বোন থাকবেই।
(এত 'সূক্ষ্মবিচারী' হই আমরা, কিন্তু এইটা বের করতে পারি না যে আমাদের সবার কথা বলা আর লেখার মাঝের 'কোন জিনিসটা' মানুষকে বলে দেয় যে আমরা 'আমরা'?)
হুম.........
ReplyDeleteউহু.........
হুম...............পাইসি......!!