Wednesday, July 20, 2011

প্যান্ডোরার বাক্সের তলায় যা পড়ে ছিল.......

সময় চলে যাবার মধ্যে একটা মন খারাপ করা element আছে। এই যে সময় চলে যাচ্ছে , আর ফিরবে না- কথাটা ভাবতেই মন খারাপ হয়। এইআজকের বিকেলটা.... এই যে মাত্রই শব্দ পেলাম রিকশাওয়ালা টুন টুন শব্দে বেল বাজিয়ে চলে গেল রাস্তার উপর smooth ছন্দ তুলে..... এই যে ভাইয়ার সাথে কাল সারা রাত গল্প করে রাত পার করে দিনে ঘুমালাম... এই চলে যাওয়া রাতটা.............
এরা কেউই আর ফিরবে না....
অথচ ওই সময়টুকুকে আমি, আমরা আমাদের সমস্ত বুক দিয়ে জড়িয়ে ধরেছি, আমাদের অনুভূতির শেষ বিন্দু দিয়ে অনুভব করেছি, আমাদের যৌবন চলে গেছে ঐসব মুহূর্তে..........
চলে গেছে আমাদের পূর্বপুরুষেরা.......