সময় চলে যাবার মধ্যে একটা মন খারাপ করা element আছে। এই যে সময় চলে যাচ্ছে , আর ফিরবে না- কথাটা ভাবতেই মন খারাপ হয়। এইআজকের বিকেলটা.... এই যে মাত্রই শব্দ পেলাম রিকশাওয়ালা টুন টুন শব্দে বেল বাজিয়ে চলে গেল রাস্তার উপর smooth ছন্দ তুলে..... এই যে ভাইয়ার সাথে কাল সারা রাত গল্প করে রাত পার করে দিনে ঘুমালাম... এই চলে যাওয়া রাতটা.............
এরা কেউই আর ফিরবে না....
অথচ ওই সময়টুকুকে আমি, আমরা আমাদের সমস্ত বুক দিয়ে জড়িয়ে ধরেছি, আমাদের অনুভূতির শেষ বিন্দু দিয়ে অনুভব করেছি, আমাদের যৌবন চলে গেছে ঐসব মুহূর্তে..........
চলে গেছে আমাদের পূর্বপুরুষেরা.......
অথচ আমরা কত অসহায়,
আমরা মানুষ,
আমরা তুচ্ছ মানুষ,
আমরা অনুভূতির স্রষ্টা,
খোদার কাছ থেকে ধার পাওয়া অনুভূতি.....
কিন্তু
সময়কে আমরা বাধতে পারি না।
সময় আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু পাপেটের মত তার স্ট্রিং ধরা আছে তার নিজের হাতে। আমরা সামনে থেকে পুতুল-নাচ দেখি.........
হা করে তাকিয়ে তাকিয়ে দেখি..........
দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়,
আমাদের তৃষ্ণা মেটে না,
আমাদের বাড়ি ফেরার সময় হয়ে আসে...
খোদা পুতুল-নাচের মঞ্চ ভেঙে দেন.......
তাও নিবোর্ধ মানুষের দল আশা নিয়ে তাকিয়ে থাকে...........
মানুষের তো আসলেও আশা ছাড়া আর কিছুই নাই
chomotkar.
ReplyDeleteখুব ভাল লেগেছে।
ReplyDeleteআশা ছাড়া আসলেই কিছু নাই মানুষের
ReplyDeleteতিনজনকেই ধন্যবাদ।
ReplyDelete