Friday, May 2, 2014

অযথা এই বৃত্তচারণ

কতক্ষণ যাবত চেষ্টা চালালাম, কিন্তু একটা যথাযথ নাম দিতে পারলাম না পোস্টের :(.....
............

ব্যক্তিগত চিন্তাভাবনা:

আজকাল ডুব মারতে মন চাচ্ছে । পুরাতন ইচ্ছা। কিন্তু নতুন করে জেগে উঠেছে।  এই বিষয়ে আমার "গবেষণা"(মানে মনে মনে চালানো চিন্তা) বলে যে, আসলে প্রাইভেসী এবং পাবলিক লাইফ দুইটা জিনিসের মধ্যে ব্যালান্স দরকার। কিন্তু আধুনিক জীবনযাত্রায় ব্যালান্স বলে কোন কথা নাই। এই জীবনে আছে গতি। মারাত্মক গতি। থামতে চাইলেও থামা যাবে না। কারণ রাস্তায় একটা গাড়ির সামনে থাকে অসংখ্য গাড়ি। আর পিছনে থাকে আরো অসংখ্য গাড়ি। ড্রাইভারের যদি হঠাৎ মন চায় একটু জিরিয়ে নিতে আর সে হার্ড ব্রেক করে; তখন তার পিছনের সব গাড়ির গতি রোধ হয়ে বিশাল বিপত্তি ঘটে যায়। সুতরাং ড্রাইভারকে চালিয়েই যেতে হয়।



রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে , সেখানে কবি বলেছেন যে আমরা পশ্চিমীদের দেখাদেখি গতিকেই উন্নতি বলতে শিখেছি। কিন্তু চলার মাঝে মাঝে থেমে দম নিেয় আবার চলাটাই অপেক্ষাকৃত ভালো।
কথাটা সম্ভবত ঠিক।

এই প্রসঙ্গে একগাদা রাজনৈতিক কথা মনে এল। কিন্তু সেসব লিখব না। ওগুলো সবার জানা কথা। বলার মানে নেই।
আসলে কোনকিছু বলারই কি মানে আছে?



বৃত্তে বন্দী :

আমাদের জীবন কেমন বৃত্তবন্দী তার প্রমাণ আমার লেখার শুরুতে। মাত্রই খেয়াল করে দেখলাম আমি লেখা শুরু করেছি এভাবে:  "............... আজকাল ... করতে ইচ্ছা করছে........."।
নিজেরই চোখে লাগল। কারণ আমার অনেকগুলো লেখা এইভাবে শুরু হয়েছে।
আমার ব্লগ আর ডায়রি ঘাঁটলে এরকম অসংখ্য  ".... আজকাল ঘোড়ার ডিম করতে মন চাচ্ছে..." মার্কা লেখা বেরুবে।



সহজ সিদ্ধান্ত :

আমার সর্বদা বহু কিছু করতে মন চায় কিন্তু আমি পারি না।



তারচেয়েও সহজ সিদ্ধান্ত :

এরকম একা আমি না, হাজার হাজার (মে বি লাখ লাখ) মানুষ আছে, যাদের বহুকিছু করতে মন চায় তারা পারে না।

মানুষের চাওয়ার শেষ নেই। কথা ঠিক। কিন্তু এই অবস্থাটা ঠিক না।


এই পৃথিবীর নাগরিক হিসেবে আমাদের কিছু জিনিস পাবার অধিকার আছে।
আসলেই আছে।
কিন্তু আমরা এইসব অধিকার থেকে বঞ্চিত।
আমাদেরকে যারা বঞ্চনা করে তারা ভালো আছে.....
আমরা ভালো নাই।

আমি কনভিন্সড যে এটা আমার 'একার' মানসিক সমস্যা না। এটা বহু মানুষের সমস্যা।
কিন্তু ঐ যে..... আমরা তো দাঁড়িয়ে দম নেই না।
আমরা ইভ্যালুয়েট করি না।
আমাদের যৌবন আমাদের কৈশোর চলে যায়।

আমরা সামান্য ক'টা টাকার পিছনে ছুটে জীবন শেষ করি।
অথচ এমন হবার কথা না।


আমাদের টাকা আর কারো পকেটে।
সেই 'আর কেউ'রা আমাদের ইঁদুর দৌড় দেখে আর হাসে...........
আমাদের চুল পেকে যায়। অথচ কখনোই enough হয় না।


হবেও না।


আমাদের নানা দাদারা অপেক্ষাকৃত সফল ছিলেন। নিজের জমি তারা নিজেরা চাষ করে গেছেন। নাতি-পুতি নিয়ে তাদের সুখী জীবন ছিল। এত অনিশ্চয়তা ছিল না।


...........................................

[পুরাতন ড্রাফট। পাবলিশ দিয়ে দিলাম। কি লাভ জমায় রেখে? কিছুদিন পর irrelevant লাগবে। তারচেয়ে এখানেই টানানো থাকুক।
লেখা আনফিনিশড ছিল...
ওইভাবেই দিয়ে দিলাম। কিছু করার নাই।
লেখা-টেখা আর আসে না।
]

3 comments:

  1. hmmm......

    tao manush ghure daray, ghure darate hoy.....echhara to r upay nai :(

    ReplyDelete
    Replies
    1. আর ঘুরে দাঁড়ানো... সময়ই বা কয়দিন এই দুনিয়ায়।

      Delete
  2. Onek onekdin por elam apnar blog porte. valo laglo.

    britte bondi niye ekta kotha bolte mon chachhe. facebook e ekta chhobi keu share korechilo, okhanei lekha chilo. kotha ta mone roye geche....

    "In the end you will not remember the time you spent working in the office or mowing your garden.

    Climb that goddamn mountain."


    mone hoy na amader doinondin kaajer faake amader passion ba bohu bohu bochorer purono sadh guloke amra atke rekhe diyechi. We and only we can untie those shackles.

    Valo thakben. :)

    ReplyDelete

What do you think?