অনেকদিন পর ব্লগে ঢুকলাম। অপশনগুলো চিনি না এখন আর। পুরাতন সিলি সব লেখা পড়লাম কিছুক্ষণ। অনেক কথা বলতে মন চাইছে। বলার লোক নেই। এজন্য শূন্যে তাকে ছড়িয়ে দিতে এলাম। অবশ্য শূন্য না বলাই ভালো এখানে চিপা চাপায় হয়তো এখনো আমার পরিচিতজনরা ঢুঁ মেরে যায় কখনও কখনও। মনের কথা পুরো অকপটে বলার জন্য দরকার anonymity. নাহলে সামাজিক অস্বস্তি ভর করে। আমার মাঝে মাঝে আসব মানুষদের প্রতি ঈর্ষা হয় যারা তাদের ব্যক্তি জীবনের গল্পও অকপটে সবার সামনে করেছে। এরকম একজনের নাম মনে এল -তসলিমা নাসরিন। ফালতু মহিলা। কিন্তু লেখক হিসেবে গুণী ছিল। তার আত্মজীবনীমূলক গল্পগুলো সত্য না মিথ্যা তা আমরা পাঠকেরা কখনো হয়তো পুরোটা জানবো না, তবে নিজের ব্যক্তিজীবনের সুগভীর বেদনার কথা যে সে পুরো মনের জ্যাকেট খুলে দেখিয়েছে, একেবারে পাঁজরের ভিতরকার ক্ষতটাসহ - এটা নিঃসন্দেহে সাহসী কাজ। আমি ব্যক্তিগত সুখ দুঃখের কথাগুলো এভাবে লিখতে পারার কথা বলছি। হয়তো বলাইচাঁদ থেকে বনফুল টাইপ ছদ্মনাম নিলে সম্ভব। বিষয়টা ভাববার।
ভালো কথা, বিদ্রোহ এবং বিষণ্নতার গল্প করতে চেয়েছিলাম, এননিমিটি নাই বলে পারলাম না।
No comments:
Post a Comment
What do you think?